ফেসবুকে নতুন নতুন আপডেট পেতে ক্লিক করুন
হোয়াটসঅ্যাপে মাধ্যমে বুজিতে দিতে ক্লিক করুন
01519400800 , 01735150555
Durontotravel Logo

আমাদের শর্তাবলী

  • যাত্রার ৩০ মিনিট পূর্বে যাত্রাপথে অবস্থান করতে হবে।
  • টিকেটটি অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।
  • যাত্রার ২৪–৪৮ ঘণ্টা পূর্বে বাস নাম্বার, গাইডের নাম ও নাম্বার ও সকল তথ্য মেসেজ করা হবে। তাই মোবাইল নাম্বারটি সচেতনতার সাথে দিবেন এবং সবসময় সচল রাখবেন।
  • টিকেট নন-রিফান্ডেবল এবং ট্রান্সফারযোগ্য নয়।
  • যাত্রীদের নিজস্ব মূল্যবান জিনিসপত্রের দায় যাত্রীদের নিজের।
  • যাত্রার কোনো প্রকার দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ অর্ন্তভুক্ত নয়।
  • কর্তৃপক্ষ যেকোনো পারিপার্শ্বিক বিবেচনায় যাত্রা শুরুর স্থান পরিবর্তন করতে পারে এবং এই পরিবর্তনের খবর যাত্রীর কমপক্ষে ২৪–৪৮ ঘণ্টা পূর্বে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে।
  • অবৈধ মালামাল বহনে কর্তৃপক্ষ দায়ী নয়; কোনো বিরূপ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।